রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী - Southeast Asia Journal

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক:

শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকারি পর্যায়ে শুরু থেকেই চলছে কূটনৈতিক তৎপরতা। এরই মাঝে চীনা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আসা নারী ও শিশুসহ ২৬ রোহিঙ্গা ডিবির জালে গ্রেপ্তার হওয়ার হওয়া নিয়ে তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে সতর্ক আছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।