ঢাকায় আটক ২৩ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত, চারজন রিমান্ডে - Southeast Asia Journal

ঢাকায় আটক ২৩ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত, চারজন রিমান্ডে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক:

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাকালে রাজধানী ঢাকার খিলক্ষেত থেকে আটক ২৩ রোহিঙ্গাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফেরত পাঠানো হবে।

শনিবার তাদের ঢাকার আদালতে হাজির করা হলে তারা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে জবানবন্দি দেয়। এ ছাড়া তাদের সঙ্গে আটক আইয়ুব ও আসমা আক্তার নামে এক রোহিঙ্গা দম্পতি এবং ওয়ালিদ হোসেন কাজল ও দালাল মোশারফ হোসেন সিপনকে একদিন করে চার দিনের রিমান্ডে এনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে রাজধানীর খিলক্ষেতে মধ্যপাড়া এলাকার কহিনুর ভিলা থেকে ২৫ রোহিঙ্গা নাগরিকসহ ২৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা করেছে পুলিশ।

You may have missed