খাগড়াছড়িতে বিজিবির কুস্তি প্রতিযোগিতা শুরু - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবির কুস্তি প্রতিযোগিতা শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সেক্টর আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলাস্থ ইনডোর স্টেডিয়ামে ৫৪ বাঘাইহাট বিজিবি ব্যাটালিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সেক্টর আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান। এ কুস্তি প্রতিযোগিতা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

প্রতিযোগিতায় মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন, পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন, বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন, খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নসহ ৫টি ব্যাটালিয়নের ৮০ জন খেলোয়ার অংশ নিচ্ছে।

প্রধান অতিথি বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সঙ্গে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়’ এই মূল মন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে।

এ সময় সময় উপস্থিত ছিলেন বাঘাইঘাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ আফজাল হোসেন তালুকদার, ক্যাপ্টেন মোঃ আশরাফুল আলম প্রমূখ।

এছাড়াও খাগড়াছড়ি সেক্টর ও অধীনস্থ ইউনিট সমূহের বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।