সরকারি সফরে সুইজারল্যান্ডে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
![]()
নিউজ ডেস্ক
সরকারি সফরে সুইজারল্যান্ড গেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সফরকালে সেনাপ্রধান সুইজারল্যান্ডের রেইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানির সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।
এ কোম্পানির নির্মিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওরলিকন এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে। অবশিষ্ট ওরলিকন গান সিস্টেম তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন, যা সেনাবাহিনীপ্রধান পর্যবেক্ষণ করবেন।
সফরকালে সেনাবাহিনীপ্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুদেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সফর শেষে সেনাবাহিনীপ্রধান আগামী ৯ অক্টোবর সুইজারল্যান্ড ত্যাগ করবেন এবং ১১ অক্টোবর দেশে পৌঁছাবেন।