মিয়ানমারে বিনিয়োগ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী
 
                 
নিউজ ডেস্ক
ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করছে মিয়ানমার, কিন্তু এরপরও দেশটিতে বিনিয়োগ করে যাচ্ছে যুক্তরাজ্য। এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কিছুক্ষণ আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সেখানে আমি রোহিঙ্গা প্রসঙ্গ তুলেছি। মন্ত্রী আরও বলেন, ‘আমি বলেছি বিভিন্ন তথ্যমতে জানা যাচ্ছে যে গত পাঁচ বছরে মিয়ানমারে আপনারা যথেষ্ট বিনিয়োগ করেছেন। যদিও আপনারা কোনও কোনও জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন, কিন্তু মিয়ানমারে বিনিয়োগ অনেকগুণ বেড়েছে। যুক্তরাজ্য হচ্ছে মানবাধিকারের নেতা। কিন্তু তারপরেও মিয়ানমারে তারা বিনিয়োগ করছে এবং এটি গ্রহণযোগ্য নয়।’
রাখাইনে সংঘাত চলছে এবং এ সময় বাংলাদেশে গোলা ও গুলি এসে পড়ছে জানিয়ে তিনি বলেন, চীনের কাছে সহযোগিতা চেয়েছি। তারা বলেছে জানাবে এবং আমাদের বিশ্বাস তারা জানিয়েছে। তবে অনেক কিছু মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেজন্য জানালেই যে তারা সবকিছু ঠিক করে ফেলতে পারবে, বিষয়টি সেরকম নয়।
