দীঘিনালায় সেনাবাহিনীর নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারে রিক্রুট ব্যাচ ২২ এর শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সকালে (১৩ অক্টোবর) মনোমুগ্ধকর এই কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় প্রধান অতিথিকে প্যারেড গ্রাউন্ডে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক লে.কর্নেল এহসানুল হক ভূঁইয়া ও ২৪ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ।

প্রধান অতিথি প্যারেড পরিদর্শনের পর রিক্রুটদের জন্য সদ্য প্রস্তুত প্রশিক্ষণ মাঠ-২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। সুশৃংখল ও মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে রিক্রুটদের সর্বমোট ১২টি কন্টিনজেন্টে সর্বমোট ৫৩৮ রিক্রুট অংশগ্রহণ করে। রিক্রুট ব্যাচ ২২ এর রিক্রুটদের মধ্যে সর্ব বিষয়ে চৌকস নৈপূণ্য প্রদর্শনের জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন রিক্রুট মো. ওয়াজেদ বিল্লাহ।
৬ মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা অবস্থানকারী, চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়াদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর মো. তুহিন রহমান।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্যে বলেন, পদাতিক কোরের ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোরের নবীন সৈনিকগণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর হোসেন, ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল এহসানুল হক ভুঁইয়া, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর জাহিদ হাসানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনী, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকৃত নবীন সৈনিকগণ গত ৬ ফেব্রুয়ারি ২২ তারিখ হতে প্রশিক্ষণ শুরু করে দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠিন প্রশিক্ষণ শেষে আজ ১৩ অক্টোবর ২২ তারিখ মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ২৩৮ জন ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৩০০ জনসহ সর্বমোট ৫৩৮ জন রিক্রুট নবীন সৈনিক হিসেবে ঐতিহ্যবাহী পদাতিক কোরে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ শেষে নিজ নিজ ইউনিটে যোগদান করবে।
