আলোকিত হচ্ছে দুর্গম পাহাড়ের ১৪ হাজার বাড়ি
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘বিদ্যুতে আলোকিত হবে দুর্গম পাহাড়ি এলাকার ১৪ হাজার বাড়ি। এজন্য পাহাড়ের হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করছে সরকার।’
শনিবার (২২ অক্টোবর) সকালে রোয়াংছড়ির তারাছার তালুকদার পাড়ায় চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজার ২৪৩টি সোলার প্যানেল বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার জনগোষ্ঠীর উন্নয়নে আন্তরিক। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ঘরে আলো পৌঁছে দেওয়া হচ্ছে। এরই লক্ষ্যে দুর্গম এলাকাগুলোর যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে বিনামূল্যে সোলার প্যানেল পৌঁছে দেওয়া হচ্ছে।’
সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক হারুন অর রশিদ, বান্দরবানের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী।
