বিহারে ছট পূজায় পানিতে ডুবে ৫৩ জনের মৃত্যু - Southeast Asia Journal

বিহারে ছট পূজায় পানিতে ডুবে ৫৩ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ছট পূজা করতে গিয়ে গত কয়েক দিনে পানিতে ডুবে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

দেশটির জরুরি বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা জানান, নদী বা জলাশয়ে পানির মধ্যে দাঁড়িয়ে ছট পূজা করতে হয়। আর নদী বা জলাশয়ে সেসময় প্রচণ্ড ভিড় হয়। পা রাখারও জায়গা থাকে না। এই অবস্থায় ছট করতে গিয়েই রাজধানী পাটনাসহ বিভিন্ন জায়গায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

পূর্নিয়া জেলায় গত ৩০ অক্টোবর পাঁচজন মারা গেছেন। পাটনা, মুজাফফরপুর, সমস্তিপুর ও সহর্ষে তিনজন করে মারা গেছেন। এছাড়া গয়া, বেগুসরাই, কাটিহার বক্সার, সীতামারি, বাঁকাসহ অন্য জেলাগুলোতে একজন করে মারা গেছেন।

বিপর্যয় মোকাবেলার সঙ্গে জড়িত ওই কর্মকর্তা জানিয়েছেন, ৩১ অক্টোবর অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিতকরণের কাজ চলছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে। দ্রুত ওই অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।