মৌলভীবাজার সীমান্তে অস্ত্রসহ ৪ ভারতীয় আটক - Southeast Asia Journal

মৌলভীবাজার সীমান্তে অস্ত্রসহ ৪ ভারতীয় আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকা থেকে অস্ত্রসহ চার ভারতীয়কে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিদের কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী।
তিনি জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলেমান ও স্থানীয় লোকজনের সহায়তায় বাঘাছড়া চা বাগানের রাঙ্গে নামক এলাকা থেকে তাদের সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে জানা যায়, ওরা ভারতীয় নাগরিক। অবৈধভাবে তারা অনুপ্রবেশ করেছে। এবং তাদের কাছ থেকে চারটি বন্দুক উদ্ধার করা হয়। পুলিশে খবর দিলে কমলগঞ্জ থানা পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নকে জানান। শ্রীমঙ্গল বিজিবি ভারতীয় এই চার নাগরিককে তাদের হেফাজতে নিয়ে যায়।

তিনি আরও জানান, এরই মধ্যে এ চার যুবককে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।