বান্দরবানে মহাপিণ্ড দানে শেষ হলো কঠিন চীবর দানোৎসব
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের মহাপিণ্ড দানে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে রাজবিহার (খিয়ং ওয়া কিয়ং) থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় পুণ্যলাভের আশায় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষুককে পিণ্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লাসহ বৌদ্ধ ধর্মের অনুসারী নারী-পুরুষরা।

এছাড়া সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষুদের কাছে পিণ্ডদান (নগদ অর্থ, চাল, মোমবাতি, বিভিন্ন কাঁচা ফলসহ পূজা সামগ্রী) দান করেন ভক্তরা।
মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বর্ষামাস পালনের পর প্রবারণা পূর্ণিমা পালন করে থাকেন বৌদ্ধরা। প্রবারণা পূর্ণিমা পালনের পর দিন থেকে কার্তিক পূর্ণিমা একমাস ব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দান পালন করে থাকেন। এ মহাপিণ্ড দানের মাধ্যমে শেষ হলো মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।