বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক কারবারীদের গুলিতে গোয়েন্দা সদস্যের মৃত্যু, র‌্যাব সদস্য আহত - Southeast Asia Journal

বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক কারবারীদের গুলিতে গোয়েন্দা সদস্যের মৃত্যু, র‌্যাব সদস্য আহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে র‌্যাব এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার (১৪ নভেম্বর) মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের অভ্যন্তরে তমব্রু এলাকায় সংঘর্ষ হয়। মাদক চোরাচালানকারীদের সাথে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা শহীদ হন। একই ঘটনায় র‌্যাবের আরো একজন সদস্য আহত হয়েছে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় নিহত ডিজিএফআই কর্মকর্তার নাম স্কোয়াড্রন লিডার রেজোয়ান (বিমানবাহিনীর অফিসার)।

সোমবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশ ফাঁড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে মাদক চোরাকারবারী ও র‌্যাবের সদস্যসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় র‌্যাবের এক সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই রিপন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০টার দিকে গুলিবিদ্ধ র‌্যাবের এক সদস্যকে সদর হাসপাতালে আনা হয়। তবে তার নাম তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে হাসপাতালে র‌্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সীমান্ত পাড়ের স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারকারীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে বড় ধরণের মাদকের পাচার হচ্ছে এমন খবর পেয়ে চোরাচালানরোধে অভিযান পরিচালনা করতে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ এর সদস্যরা ঘুমধুমের বাইশ ফাঁড়ি মিয়ানমার সীমান্তে অভিযান চালায়। এ সময় মাদক পাচারকারী সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে গোলা গুলির ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ত‌বে কাদের মধ্যে এ গোলাগু‌লি হ‌য়ে‌ছে তা এখনও বলতে পারছি না। বিস্তারিত খোঁজ নি‌য়ে জানানো যাবে।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।

বান্দরবানের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।