সাজেকের হেলিপ্যাডে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা - Southeast Asia Journal

সাজেকের হেলিপ্যাডে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙ্গামাটির অন্যতম টুরিস্টস্পট সাজেক ভ্যালির হেলিপ্যাডে পর্যটক ও জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে নিরাপত্তাজনিত কারণে হেলিপ্যাডটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে, মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালির অন্যতম একটি খোলা জায়গা হচ্ছে হেলিপ্যাড। এখানে দাঁড়িয়ে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন। এছাড়া আড্ডা দিয়ে সময় কাটানো ও ছবি তোলার জন্যও সাজেকে এটি ছিল একটি জনপ্রিয় স্থান। তাই হেলিপ্যাড বন্ধের ঘোষণা আসার পর থেকে হতাশা প্রকাশ করেছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটক ও রিসোর্ট মালিকরা।

মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা বলেন, বেশ কয়দিন ধরে সেনাবাহিনীর সদস্যদের হেলিপ্যাডের আশপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা গেছে। সকালে জানলাম আজ থেকে হেলিপ্যাডে প্রবেশ নিষিদ্ধ।

চাঁদের বাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী ইয়াছিন বলেন, আমরা দেখেছি হেলিপ্যাড এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। জানতে পেরেছি কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে এই বেড়া দিয়েছে।

তিনি বলেন, স্থানটি পর্যটকদের কাছে খুবই প্রিয়। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তসহ মেঘের লুকোচুরি দেখতে পাওয়া যেত। কিন্তু এটি বন্ধ করায় পর্যটকদের জন্য সমস্যা সৃষ্টি হলো। তাদের আনন্দ উপভোগে একটু কমতি হবে।

সাজেকে বেড়াতে যাওয়া পর্যটক ইফতেখার আহম্মদ বলেন, বিভিন্ন ভিডিওতে দেখেছি এই হেলিপ্যাডে দাঁড়িয়ে সবাই ছবি তোলেন। কিন্তু আমরা এসে দেখি বন্ধ। একটু মন খারাপ হলো।

আরেক পর্যটক সাবিনা রহমান বলেন, আমি ভেবেছি শাড়ি পরে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো। সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেকের এই স্থানটিতে অনেকের ছবিও দেখেছি, কিন্তু এসে হতাশ হলাম।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, যেসব পর্যটকরা হেলিপ্যাডে যান তারা স্থানটির পরিবেশের সৌন্দর্য রক্ষার বিষয়ে সচেতন নন। কেউ সেখানে উচ্চশব্দে গান বাজান, আবার রাতে অনেকের সেখানে নেশাদ্রব্য গ্রহণের অভিযোগও পাওয়া গেছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই পর্যটকদের জন্য হেলিপ্যাডে প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।