সুস্থভাবে বেঁচে থাকতে হলে খেলারধুলার গুরুত্ব অপরিসীম- লে. কর্ণেল হাফিজুর রহমান
![]()
নিউজ ডেস্ক
খেলাধুলা শারীরিক সুস্থ্যতা ও মনের প্রফুল্লাতা বাড়ায় মন্তব্য করে খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে খেলারধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, যে কোন প্রতিযোগীতায় যথেষ্ট পরিশ্রম, অনুশীলন এবং ক্ষিপ্রতার প্রয়োজন হয়। আর যুবসমাজকে খেলাধুলায় অভ্যস্ত করে তুলতে পারলে মাদকের করালগ্রাস থেকে পুরো সমাজকে রক্ষা করা সম্ভব।
বৃহস্পতিবার বিকেলে (১৭ নভেম্বর) রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় রামগড় জোন কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি বলেন, এ খেলা আয়োজনের প্রধান লক্ষ্য যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখা এবং জোনের দায়িত্বপূণ জনসাধারণের শান্তি, সম্প্রীতি ও সোহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তিনি আরও বলেন, ‘আমি বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
ফাইনাল খেলায় ফ্রেন্ডস ক্লাব চা বাগান একাদশ এবং রহমতপুর সেতু নির্মান ক্রীড়া সংঘ অংশগ্রহণ করে। রহমতপুর সেতু নির্মান ক্রীড়া সংঘ ৪-১ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। এসময় বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় থানার ওসি মিজানুর রহমান, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, রামগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।