পিসিসিপির রাঙামাটি জেলা কমিটি নিয়ে টানাপোড়ন, গতকালের কমিটি বাতিল আজ
 
                 
নিউজ ডেস্ক
গতকাল রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা কমিটির সম্মেলন ও কমিটি গঠন নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সংগঠনটির ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মাঝে শুরু হয়েছে কোন্দল। গতকাল (১৮ নভেম্বর) রাঙামাটিতে নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হওয়া কাউন্সিলে গঠিত কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে পুণরায় পূর্বের কমিটি বহাল রেখেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
সন্ধ্যায় (১৯ নভেম্বর) সাউথইস্ট এশিয়া জার্নালে প্রেরিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গতকাল ১৮ নভেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) “রাঙামাটি জেলা সম্মেলন” নামে রাঙামাটি শহরের কাঠালতলীস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও পিসিসিপি’র মনিটরিং টিমের কোন প্রকার সিদ্ধান্ত কিংবা পরামর্শ ব্যতিরেকে, এবং তাদের অনুপস্থিতিতে লোকদেখানো প্রহসন মূলক, অগণতান্ত্রিক সম্মেলনের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
যা কিনা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের দলীয় শৃঙ্খলা, নিয়মনীতি ও সাংগঠনিক আদর্শের সাথে মারাত্মকভাবে সাংঘর্ষিক। উক্ত স্বেচ্ছাচারী, অগনতান্ত্রিক ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় উপস্থিত সকলের সম্মিলিত সিদ্ধান্তক্রমে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত পিসিসিপি’র সম্মেলনকে অসাংগঠনিক ও সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড হিসাবে ঘোষণা করা হয় এবং উক্ত অসাংগঠনিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী সম্মেলনের মধ্য দিয়ে ঘোষিত কমিটি স্থগিত করে পূর্বের আহ্বায়ক কমিটি বলবৎ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজি সাকিব জানান, গঠনতন্ত্র না মেনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কমিটি ঘোষনা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সেখানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কার্যকরী কমিটি বা কেন্দ্রীয় কমিটির কোন সদস্য উপস্থিত ছিলোনা এবং কেন্দ্রীয় কমিটির কোন অনুমোদন নেয়া হয় নি। তাই গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি স্থগিত করে পূর্বের আহবায়ক কমিটি বহাল করা হয়েছে।
তবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির জানিয়েছেন, গত ১২ নভেম্বর সংগঠনের স্থায়ী পরিষদের সভায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজি সাকিবসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতেই ১৮ নভেম্বর রাঙামাটিতে ছাত্র সংগঠনটির সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। এরপর গত ১৭ নভেম্বর সাকিব তার অসুস্থার কথা বলে সম্মেলনে উপস্থিত হতে পারবেন না বলে জানান এবং সবাইকে নিয়ে কমিটি গঠনের জন্য অনুমতি প্রদান করেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদ উল্যাহ রেড ক্রিসেন্টের নির্বাচন করায় তিনিও উপস্থিত হতে পারেন নি। এমতাবস্থায় সবার সাথে আলাপ করেই চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে রাঙামাটি কমিটি ঘোষনা করা হয়।
কিন্তু একদিন না যেতেই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি সাংগঠনিক সম্পাদক কর্তৃক স্বাক্ষর করা প্রেস রিলিজের মাধ্যমে কমিটি স্থগিত করার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে স্থায়ী পরিষদ তদন্ত করে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
এর আগে, গত নভেম্বর শুক্রবার রাঙামাটি শহরের কাঠালতলীস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হল রুমে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর রাঙামাটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা সভাপতি হিসেবে মোহাম্মদ হাবীব আজম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনের নাম ঘোষনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, সহ- সভাপতি অধ্যক্ষ আবু তাহের, যুগ্ন সম্পাদক মাসুম রানা, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ। সম্মেলনে নাগরিক পরিষদ, মহিলা পরিষদ ও ছাত্র পরিষদ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
