রামগড়ে হতদরিদ্রদের জন্য বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা - Southeast Asia Journal

রামগড়ে হতদরিদ্রদের জন্য বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।

সকালে উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

সূত্র জানায়, রামগড় উপজেলায় বসবাসরত নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ্য গরীব পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক ২ জন ডাক্তার দ্বারা বিনামূল্যে দিনব্যাপী এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

দিনের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।

উল্লেখ্য, উক্ত ক্যাম্পেইনে ৩২৭ জন দুস্থ্য গরীব পাহাড়ী এবং বাঙ্গালী বিনামূল্যে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন।