চট্টগ্রামে ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ - Southeast Asia Journal

চট্টগ্রামে ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

গতকাল (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত লেবু বাগান এলাকা হতে এসব ভারতীয় মদ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টের একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত লেবু বাগান নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদ জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার পর পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের মাদক-অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।