সিলেট সীমান্তে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

সিলেট সীমান্তে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের জৈন্তাপুরে মদচ্ছির (৫২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মদচ্ছির (৫২) গোয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর ছেলে। পুলিশের ধারণা, রোববার ভোরে তাকে গুলি করে হত্যা করে ভারতীয় আদিবাসী খাসিয়ারা।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, শনিবার রাতের কোনো এক সময় মদচ্ছির বাড়ি থেকে বের হয়েছিলেন। ভোরে তার লাশ পাওয়া যায় সীমান্ত এলাকায়। তার মাথা ও পিঠে একাধিক গুলির চিহ্ন রয়েছে। খাসিরা তাকে গুলি করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মদচ্ছিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।