রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাইয়ের হরিণছড়ার মুখপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অসহয় ও দু:স্থদের মাঝে ৮০টি কম্বল ও ১শ শিশুর মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়।
১০ আরই ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়কের দিকনির্দেশনা মোতাবেক শীতবস্ত্র বিতরণ করেন ক্যাপ্টেন রিয়াদ মাহামুদ উৎস।
তিনি জানান, সেনাবাহিনী সবসময় অসহায়দের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
