মেঘনা থেকে ২২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
নিউজ ডেস্ক
পাচার হওয়া প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি ও অন্যান্য পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের একটি টিম। এ ঘটনায় চার আসামির নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় মামলা করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম (স্টাফ অফিসার) এ তথ্য জানান। তিনি জানান, সোমবার ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলির মেঘনা নদীতে অভিযান চালিয়ে এফবি আবিদ নামে একটি ফিশিং বোট থেকে এসব শাড়ি ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।
উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ৮শ’ ২৪টি ভারতীয় শাড়ি, একশ ৬৬টি থ্রি পিস, মেডিক্যাল সরঞ্জাম ছয় হাজার ৪শ’ ৪২টি। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন গত সোমবার ভোরে জেলার সদর উপজেলার মেঘনা নদীতে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সংকেত দেয়। এরপর বোটের চালক ও পাচারকারীরা চর বৈরাগী এলাকায় বোটটি রেখে পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, এ ঘটনায় চার জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মালামাল পাচার আইনে একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের বিরুদ্ধে এর আগেও পাচার আইনে একাধিক মামলা রয়েছে। অভিযুক্তরা বগুড়া ও সাতক্ষীরা এলাকার বাসিন্দা।
জব্দ মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।