বান্দরবানে বিজিবির অভিযানে দুই কোটি টাকার বার্মিজ গরু আটক
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বান্দরবানের মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিতকতায় বিজিবি মহাপরিচালক, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় গত ৪ জানুয়ারি হতে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাটালিয়ন সদর, তীরেরডিভা বিজিবি ক্যাম্প, জারুলিয়াছড়ি, ভালুখাইয়া, আশারতলী এবং ফুলতলী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত বার্মিজ গরুর আনুমানিক বাজা মূল্য দুই কোটি টাকা বলে জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে সফল হয় বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হচ্ছে। মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।
তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।