পেট্রাপোলে ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার, গ্রেফতার দুই বাংলাদেশি
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে বাংলাদেশ থেকে কলকাতাগামী একটি বাস থেকে ৩০ টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করে বিএসএফের জওয়ানরা। সূত্রের খবর, ৩০টি বিস্কুটের ওজন প্রায় তিন কেজির বেশি। এই ঘটনায় দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
বিএসএফ সূত্রে খবর, ত্রিপুরার আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা আসছিল একটি বাস। ওই বাসে বিপুল পরিমাণ সোনা পাচার হচ্ছে বলে আগে থেকে খবর ছিল সীমান্তরক্ষী বাহিনীর কাছে। গোপন সূত্রে খবর পেতেই পেট্রাপোল সীমান্তের কাছে বাসটিকে থামায় বিএসএফ। তল্লাশি করতেই লাগেজ বগির ভেতর একটি ব্যাগ থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। আটক করা হয় বাসের চালক, কন্ডাক্টরকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই নিজেদের দোষ কবুল করেন গ্রেফতারকৃত বাস চালক মহম্মদ ফরহাদ ও কন্ডাক্টর উমর ফারুক। জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তারা এ ধরনের চোরাচালানের সঙ্গে যুক্ত। দুজনেই বাংলাদেশি নাগরিক বলে জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ইতোমধ্যে তাদের গ্রেফতারির পর আদালতে তোলার প্রস্তুতি শুরু করে পুলিশ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কলকাতার নিউমার্কেটের মহম্মদ জামাল নামে এক ব্যক্তির কাছে ওই সোনা নিয়ে আসা হচ্ছিল। বনগাঁ থেকে ট্রেন পথে শিয়ালদহ এবং সেখান থেকে গাড়িতে নিউমার্কেট আসার কথা ছিল। নিউমার্কেট থেকে এই সোনা সরাসরি মুম্বাইতে পাড়ি দেওয়ার কথা ছিল।
বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে।
সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় ৩৭৫ কিলোমিটার অংশে কোনও কাঁটাতার নেই। বিএসএফের তথ্যই বলছে, মোট ৯১৩ কিমি অংশ কাঁটাতারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। রাজ্যের এসব অঞ্চলে বিগত কয়েক বছরে চোরাচালানের পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। চিন্তা বেড়েছে বিএসএফের। এরই মধ্যে এবার ২ কোটি রুপির সোনার বিস্কুট উদ্ধার করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।