চট্টগ্রামের আদালতে এক রোহিঙ্গার ৫ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মো. মফিজ আলম নামে এক রোহিঙ্গা নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক মামলার রায়ে আসামি মফিজ আলমকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মফিজ আলমকে এক হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় সংস্থার সহকারী উপ-পরিদর্শক রুপম কান্তি পাল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ২১ নভেম্বর এ মামলায় চার্জ গঠন করা হয়। পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।