কাপ্তাই সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

কাপ্তাই সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) কাপ্তাই আর্মি ক্যাম্পে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

সেনাবাহিনী জানায়, কাপ্তাই সেনাজোন সর্বদা আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই জোনের দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার।

উল্লেখ্য, ইতিপূর্বে কাপ্তাই জোনের রাজস্থলী আর্মি ক্যাম্প এবং বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক সর্বমোট ১১০ জন শীতার্ত জনসাধারণের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।