রাঙামাটিতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রাঙামাটিতে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেছে সেনাবাহিনীর রাঙামাটি জোনের সদস্যরা।
সকালে (১৯ জানুয়ারি) শুভলং আর্মি ক্যাম্প কর্তৃক কেংরাছড়ি পাড়াকেন্দ্র এলাকায় দিনব্যাপি এ কার্যক্রম পরিচালনা করেছে।
এসময় ২৪০ জন অসুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।
চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙামাটি সিএমএইচ থেকে দক্ষ ডাক্তার, মেডিকেল সদস্য এবং শুভলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।