পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটি গঠন
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সকালে (২০ জানুয়ারি) চট্টগ্রামস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বর্তমান কমিটি বিলুপ্ত এবং আহবায়ক কমিটির ঘোষনা করা হয়।
আহবায়ক কমিটিতে আবু তাহেরকে আহবায়ক, মোঃ নিজাম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, এস এম মাসুম রানাকে সদস্য সচিব, মোঃ মোক্তাদির হোসেন ও মোঃ শাহাদাত হোসেনকে সদস্য করা হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সভায় সকলের সর্বসম্মতিক্রমে খাগড়াছড়ি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৩ মাসের জন্য একটি আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। উক্ত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে খাগড়াছড়ি জেলার পূর্ণাঙ্গ উপজেলা ও পৌর কমিটি গঠন করবেন এবং জেলা কমিটির সম্মেলনের আয়োজন করবেন।