খাগড়াছড়িতে মানবতা ও সমাজ কল্যাণে সেনাবাহিনীর বিশেষ সহায়তা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে মানবতা ও সমাজ কল্যাণে সেনাবাহিনীর বিশেষ সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে৷

দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে৷

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে (২৩ জানুয়ারি) গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় ৪৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউটিন, শীতবস্ত্র, ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন।

এসময় অন্যান্যদের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, রিজিয়নের স্টাফ অফিসার মেজর মেহেদী হাসানসহ পদস্থ সামরিক কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।