দূর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর উপকরণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরের দূর্গম পাহাড়ি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন। এর পাশাপাশি উক্ত এলাকায় বিনামূল্যে চিকিঃসা সেবা ক্যাম্পও পরিচালনা করা হয়।
সোমবার সকালে (২৩ জানুয়ারি) নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম এলাকা জুরাপ্পাপাড়ায় অবস্থিত আলোকিত তৈন্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং উক্ত এলাকার গরীব অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

জোন অধিনায়ক লে. কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। পরে তিনি জোন পরিচালিত বিনামূল্যে চিকিঃসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন।
এসময় জোন অধিনায়ক আলোকিত তৈন্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় ইউপি সদস্য, হেডম্যান এবং কারবারীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন।
জোন অধিনায়ক জানান, নানিয়ারচর জোন অধিনস্ত এলাকায় ছাত্র-ছাত্রী ও জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।