ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান চেয়ে ঢাকায় আর্ট প্রদর্শন - Southeast Asia Journal

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান চেয়ে ঢাকায় আর্ট প্রদর্শন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পাহাড়ে সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে দ্রুত তার পরিবার ও সংগঠনের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে ‘গুমের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠন গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে এক প্রতিবাদী পারফর্মিং আর্ট প্রদর্শন করেছে।

সংগঠনটির কর্মী মাহাতাব উদ্দিন আহমেদ বলেন, ‘গুমের বিরুদ্ধে বাংলাদেশ নামে আমাদের এই সংগঠনে শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ একজোট হয়েছে। কয়েক দিন পরপরই একেকজন গুম হচ্ছে, এটা মেনে নেয়া যায় না। আমরা এর অবসান চাই। মাইকেল চাকমাকে খুঁজে বের করতে হবে।’

পারফরমিং আর্ট শেষে সায়দিয়া গুলরুখ বলেন, ‘মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। তিনি পার্বত্য চট্টগ্রামের শ্রমজীবী মানুষের সঙ্গে কাজ করেন। গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। তার পরিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করার পরও পুলিশ পরবর্তীতে অস্বীকার করে। এই মর্মে গত দুইদিন আগে হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে যে, দ্রুত তদন্ত করে মাইকেল চাকমাকে যাতে খুঁজে বের করা এবং সবার সামনে হাজির করতে বলা হয়। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে যেতে পারে না।