থানচির তিন্দুতে ফের ৭ একর পপিক্ষেত ধ্বংস করল বিজিবি - Southeast Asia Journal

থানচির তিন্দুতে ফের ৭ একর পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৭ একর পরিমাণ নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম’র নির্দেশনায়, সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের নেতৃত্বে ২০ জনের একটি ঢহল তিন্দু ইউনিয়নের পাইরিং ম্রো পাড়া এলাকায় অনুমানিক ৭ একর পপি চাষের সন্ধান পান।

তিন্দুমুখ বিজিবি ক্যাম্প থেকে ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জায়গায় এই চাষীরা বিজিবি’র অবস্থান টের পেয়ে ঘটনাস্থল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করার সম্ভব হয় নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিনব্যাপী অভিযানে পপিক্ষেত ধ্বংস করতে সক্ষম হন।

উল্লেখ্য, ধ্বংসকৃত পপি প্রক্রিয়াজাত করণের পর আনুমানিক ৩৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। বর্ণিত এলাকায় আরও পপিক্ষেত আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টহল দল পপিক্ষেত ধ্বংস শেষে জনবল, অস্ত্র ও গোলাবারুদসহ নিরাপদে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পে প্রত্যাবর্তন করেন।

You may have missed