বান্দরবানে আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্কঃ
অপহরণের পর সন্ত্রাসীদের হহাতে নিহত আওয়ামী লীগ নেতা চথোয়াই মারমা স্মরণে জেলা ব্যাপী শোকসভার পর বান্দরবানে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।
সোমবার বিকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ের হল প্রাঙ্গণে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পরিষদের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, পৌর মেয়র ইসলাম বেবী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নিহত আওয়ামী লীগ নেতার আত্মার সদগতি কামনা করে তার আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় বক্তারা ভবিষ্যতে যাতে এই ধরনের কোন হত্যাকাণ্ড না ঘটে, আর কোন পরিবার থেকে কোন পিতা যাতে হারিয়ে না যায় এজন্য প্রশাসনের সার্বিক সহযোগিতায় কামনা করেন এবং বান্দরবানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আহ্বান জানান।