খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো বসন্ত বরণ ও পিঠা উৎসব - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো বসন্ত বরণ ও পিঠা উৎসব

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারাতে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গুইমারা শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় এ উৎসবের আয়োজন করে।

সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বসন্ত বরণ ও পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন।

দিনব্যাপী উৎসবে শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণার মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়াও ছিল নাচ, গান, কৌতুক, আবৃত্তি সহ নানা আয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা ও তার সহধর্মিনী, জোন উপ-অধিনায়ক মেজর মো: ফয়সাল আহমেদ, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।