ইসলামাবাদ-লাহোরে ইমরানের বিরুদ্ধে ৩৬ মামলা - Southeast Asia Journal

ইসলামাবাদ-লাহোরে ইমরানের বিরুদ্ধে ৩৬ মামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদ ও লাহোরের বিভিন্ন আদালতের পাশাপাশি দেশটির নির্বাচন কমিশনে (ইসিপি) বিচারাধীন আছে ৩৬টি মামলা।

এসবের মধ্যে অযোগ্যতা, গ্রেফতার-পূর্ব জামিন, ফৌজদারি কার্যবিধি, প্রতিরক্ষামূলক জামিন এবং মানহানির মামলা রয়েছে। একটি মামলা আছে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত। পিটিআই প্রধানকে এখনও সেই একটিতে গ্রেপ্তারের আগে জামিন দেওয়া হয়নি।

অর্থাৎ দুটি মামলায় জামিন বিচারাধীন থাকা অবস্থায়, যে কোনো একটিতে তা প্রত্যাখ্যান করা হলে ইমরানকে গ্রেপ্তার করা যেতে পারে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, বেশিরভাগ মামলা ইসলামাবাদে। এর মধ্যে ২৫টি ইসলামাবাদের দায়রা আদালতে বিচারাধীন। দুটি মামলা ছাড়া বাকি সব মামলায় জামিনে রয়েছেন ইমরান। আগামী ২৭ ফেব্রুয়ারি একটি মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

হঠাৎ ক্ষমতাচ্যুতির পর তেজ দেখাচ্ছিলেন ইমরান
২০১৮ সালের জাতীয় নির্বাচনে চমক দেখিয়ে ক্ষমতায় আসা ইমরান খান যখন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে যাচ্ছিলেন ,ঠিক সে সময় তার পতন ছিল বড় চমক। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সাবেক এই ক্রিকেটার অভিযোগ তোলেন, আমেরিকার মদতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তারপর তোশাখানা মামলায় ৫ বছরের জন্য প্রার্থী হিসেবে ইমরানকে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।