বান্দরবানে ৫০ একর পপিক্ষেত ধ্বংস করলো বিজিবি - Southeast Asia Journal

বান্দরবানে ৫০ একর পপিক্ষেত ধ্বংস করলো বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের এক বিশেষ অভিযানে ৫০ একর জমির পপি গাছ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের আওতাধীন থানচি উপজেলার পাতুই পাড়া এলাকায় বলিপাড়া ব্যাটালিয়ন এর ক্যাপ্টেন মো : তসলিম আহমেদ ও ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি পাহাড়ে চাষকৃত প্রায় ৫০একর জমির পপি গাছ স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, বিজিবি বাংলা দেশের সীমান্ত ও সার্বভৌ মত্ব সুরক্ষা ছাড়া ও চোরা চালান দমন, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকর ভাবে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় থানচি উপজেলার পাতুইপাড়া এলাকায় একবিশেষ অভিযান চালিয়ে পাহাড়ে চাষকৃত প্রায় ৫০ একর জমির পপি গাছ ধ্বংস করা হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূলে এই ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ) বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে থানচি উপজেলার কোঅংপাড়ার ৪৫ একর জমির পপিক্ষেত পুড়ে ধবংস করে ছিল।