সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে: সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, জীবন উৎসর্গ করি বলে আমরা সেনাবাহিনীতে যোগ দেই।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের আয়োজনে বার্ষিক ফায়ারিং প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেনাবাহিনীর দশটি পদাতিক ডিভিশন, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড, লজিস্টিক এরিয়া এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট সতেরোটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন, সেনাবাহিনী এখন আধুনিক। বাহিনীটির সদস্যরা সবসময় দেশ ও সরকারের পাশে থেকে কাজ করে।
সেনাবাহিনী প্রধান আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে সেনা, নৌ ও বিমান শাখার মোট ছয়’শ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম, নয় পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মোহাম্মদ শাহীনুল হক, বিএনসিসির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদিসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সেনাবাহিনী প্রধান খেজুরটেক এলাকায় সেনা পল্লীতে আস্থানীড় প্রকল্প ভবন উদ্বোধনসহ সেনাবাহিনীতে চাকরীরত অবস্থায় জাতিসংঘ মিশন ও দেশে অভিজানিক সক্রিয় দায়িত্বপালনকালে জীবন উৎসর্গকারী সেনা সদস্যদের উত্তরাধিকারীদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন।
এ সময় তিনি দেশে ও জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে চৌদ্দ জন শহীদ সেনা সদস্যস্যদের পরিবারের মধ্যে ফ্লাটের চাবি হস্তান্তর করেন তিনি।
এসময় সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহীনুল হকসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।