খাগড়াছড়ির গুইমারায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Southeast Asia Journal

খাগড়াছড়ির গুইমারায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকাল ৩টায় সিন্দুকছড়ি সেনা জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন মানিকছড়ি রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রিজিয়ন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী।

উদ্বোধনী খেলায় অংশ নেয় সিন্দুকছড়ি জোন একাদশ ও লক্ষ্মীছড়ি জোন একাদশ। খেলায় সিন্দুকছড়ি জোন একাদশ ৫-১ গোলে লক্ষ্মীছড়ি জোন একাদশকে পরাজিত করে।

উল্লেখ, উক্ত টুর্নামেন্টে রিজিয়নের ৩টি জোনের ৬টি দল অংশ নিয়েছেন।