বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ‘টাইগার লাইটনিং’ অনুশীলন শুরু - Southeast Asia Journal

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ‘টাইগার লাইটনিং’ অনুশীলন শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ অনুশীলন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে কার্যকর অবদান রাখবে।

দ্বিপাক্ষিক এক্সারসাইজ ‘টাইগার লাইটনিং’ এ অংশগ্রহণকারী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রাজেন্দ্রপুর সেনানিবাসে এক্সারসাইজ টাইগার লাইটনিং-৪ এর প্রস্তুতি পর্ব শুরু হয় ২৬ ফেব্রুয়ারি। রবিবার (৫ মার্চ) এর মূল কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর কমান্ড্যান্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড আয়োজিত শান্তি সহায়তা কার্যক্রমের ওপর এই দ্বিপাক্ষিক অনুশীলন রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিকূল নিরাপত্তা পরিবেশ পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবিলায় তড়িৎ ব্যবস্থা গ্রহণে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যেই এই অনুশীলনের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি এই অনুশীলনে উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে কম্ব্যাট লাইফ সেভিং, মাইন রেজিসটেন্স অ্যাম্বুশ প্রটেকটেড ভেহিকল, কাউন্টার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন এবং চেকপোস্ট স্থাপন ও পরিচালনা ইত্যাদি বিষয়ের ওপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়।

REL - 03----- for web

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বলেন, অনুশীলন টাইগার লাইটনিং-৪ বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে কার্যকর অবদান রাখবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার সমৃদ্ধ ইতিহাস। অপরদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর রয়েছে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতিতে বিশ্বব্যাপী সফলভাবে কাজ করার অভিজ্ঞতা। এক্ষেত্রে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনী লাভবান হবে।

আইএসপিআর আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল গ্রেগরি থমাস ডে, ল্যান্ড কম্পোনেন্ট কমান্ডার, ওরিগন ন্যাশনাল গার্ড এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মার্কিন প্যাসিফিক আর্মি কমান্ডের মোট ৭২ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাধ্য আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে নিবিড় সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনও বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং সবসময়ই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং বহু-পাক্ষিক অনুশীলন পরস্পরের মধ্যে দক্ষতা ও জ্ঞানের সমন্বয় সাধন এবং অভিজ্ঞতার বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখে। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং ১ ও ২ যুক্তরাষ্ট্রে এবং গত বছর টাইগার লাইটনিং-৩ বাংলাদেশে আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের অনুশীলনটি চতুর্থবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।