মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী ২০ রোহিঙ্গা আটক
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকারী মিয়ানমারের ২০ নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ মার্চ) সকালে আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয় বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
আটককৃতরা হলেন- বশির আহমদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮), নজু মিয়া (৭০), মো. আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী (৬৫), মো. সায়দ (৫৯), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আব্দুর রহমান (৬০), আব্দুল হামিদ (৬৩) ও মো. সেলিম (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন তারা। দেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস করতে পালিয়ে যেতে ক্যাম্প থেকে বের হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।
