মিয়ানমারে তিন দিনে ৩৫ জান্তা সেনা নিহত
 
                 
নিউজ ডেস্ক
মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। লড়াইয়ে তিন দিনে ৩৫ জান্তা সেনা নিহত হয়েছে। এর মধ্যে জান্তার সহযোগী পিউ সো দি মিলিশিয়া বাহিনীর যোদ্ধাও রয়েছে।
থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন মতে, ম্যাগওয়ে, সাগাইং ও মান্দালয় অঞ্চল ও মন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে।
গত কয়েকদিনে জান্তা সেনার বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে পিপল’স ডেমোক্রেটিক ফোর্সেস (পিডিএফ) ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা।
প্রতিবেদন মতে, এসব হামলায় গত রোববার (৫ মার্চ) পর্যন্ত জান্তার মোট ৩৫ সেনা নিহত হয়েছে। এদিকে কারেন প্রতিরোধ (কেএনডিএফ) যোদ্ধারা দাবি করেছে, বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রতিদিন গড়ে একজনের বেশি সেনা হারাচ্ছে জান্তা বাহিনী।
দ্য ইরাবতীর পৃথক এক প্রতিবেদন মতে, কায়াহ রাজ্যে গত ফেব্রুয়ারি মাসে মোট ৪৫ জন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৬ জন।
