বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনঃ সভাপতি শফি উল্লাহ, সম্পাদক কেনু ওয়ান
 
                 
নিউজ ডেস্ক
দীর্ঘ ৫ বছর পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১১ টায় সদর উপজেলার রেস্ট হাউজ সংলগ্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন শুরু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শফি উল্লাহ’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মু. মহিউদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের কোম্পানি, তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মু. আলম কোম্পানি, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান এ্যনিং মার্মা প্রমুখ।
সম্মেলন শেষে বিকেল ৩টার দিকে সম্মেলন মঞ্চ থেকে জেলা সভাপতি ক্য শৈ হ্লা মুহাম্মদ শফি উল্লাহকে পুনরায় সভাপতি ও কেনু ওয়ান চাক’ সাধারণ সম্পাদক এবং আবু তাহের কোম্পানিকে সিনিয়র সহ-েসভাপতি ঘোষণা করা হয়েছে।
এর আগে, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী। এই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
