ভারতে ফের করোনা-ভাইরাসের হানা, ১১ রাজ্যে চিঠি - Southeast Asia Journal

ভারতে ফের করোনা-ভাইরাসের হানা, ১১ রাজ্যে চিঠি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। বেশ কয়েকটি জেলায় করোনা সক্রিয়তার হার ১০ শতাংশে পৌঁছেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ১৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ১০ শতাংশ কিংবা তার বেশি।

বিশেষ সুত্রে জানা যায়, ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত কোভিড পরিস্থিতির সাপ্তাহিক বিশ্লেষণে দেখা গেছে, দেশের ৩৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। ১৪ মার্চ পর্যন্ত ৫ থেকে ১০ শতাংশ করোনা সক্রিয়তার জেলার সংখ্যা ছিল মাত্র ১৫টি। তার পরের চার দিনে সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৪ এ।

দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, হিমাচল প্রদেশ, গোয়া, কেরল, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে বেড়েছে সংক্রমণ। গেলো কয়েক দিনে এই রাজ্যগুলোর নানা প্রান্তে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। এসব রাজ্যে করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে করোনা আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

রোববারের তুলনায় সোমবার সংক্রমণের সংখ্যাও কিছুটা কমেছে। রোববার দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল। সোমবার নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১৮ জন। গেলো ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার জনের। তবে সংক্রমণ বৃদ্ধি এবং সক্রিয়তার হারে চিন্তার মেঘ দেখছেন বিশেষজ্ঞেরা।