বান্দরবানে ছাত্র পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবান সরকারী কলেজের নবাগত শিক্ষাথীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা।
বুধবার (২২ মার্চ) বিকালে জেলা শহরের মুসাফির পার্কে এ নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ছাত্র পরিষদ সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল রানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোঃ জমির উদ্দিন সোহান ও দপ্তর সম্পাদক তানভীর হোসেন ইমন।
অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দরা ফুল দিয়ে সদ্য আগত নবীন কলেজ শিক্ষার্থীদেরকে বরন করে নেন।
অনুষ্ঠানে বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক বই পড়ার পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে। জীবনকে উপলব্ধি করবে। পরিবার, সমাজ ও দেশকে ভালোবাসবে। এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক ইতিহাস, ঐতিহ্য, সমস্যা ও বাস্তবতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
পরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
