বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারী আটক - Southeast Asia Journal

বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার (২২ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার ধণেশ পাখির মোড় সংলগ্ন হোটেল প্যারাডাইস এর সামনে থেকে দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার শহরের ধণেশ পাখির মোড় সংলগ্ন হোটেল প্যারাডাইস এর সামনে এক অভিযান পরিচালনা করে। অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে একটি মোটর সাইকেল, রেজিঃ নং-বান্দরবান-হ-১১-৩৫৩৬ সহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিকদার পাড়ার বাসিন্দা সৈয়দ নূর এর ছেলে মো. নজির হোসেন রিপন এবং থানচি উপজেলার ৩৬৭ নং তিন্দু মৌজার কোঅং পাড়া আংটিলি খুমীর ছেলে কাইথাং খুমী (৬০) ।

আটককৃত ব্যক্তিদের কাছ থেকে এসময় ১০ হাজার পিস ইয়াবা,০১ টি ডিসকাভার বাইক, ০৩ টি মোবাইল, নগদ ১৭৪০ টাকা ও ৪টি সিম কার্ডহ ১ জন এবং হোটেল পর্বত হতে তার সহযোগী ১ জনসহ মোট ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

উল্লেখ্য যে, আটক নজির হোসেন রিপন ইতিপূর্বে একাদিক মাদক মামলার আসামী ছিলেন।