যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯ - Southeast Asia Journal

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান বৃহস্পতিবার (৩০ মার্চ) রয়টার্সকে বলেছেন, ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার দুটিতে কজন আরোহী ছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।

তবে সংবাদমাধ্যম নিউ টেলিগ্রাফ এবং ডেইলি মেইল জানিয়েছে, কেন্টাকিতে এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন।

আরও পড়ুন: মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বছরের জুলাইয়ে ৫০ লাখ ডলার খরচ করে ওই হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়। তাই বৃহস্পতিবারের দুর্ঘটনার পেছনে এ প্রোগ্রামের কোনো ত্রুটি আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত হেলিকপ্টার দুটির মুখোমুখি এ সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায়নি। সুত্র: সংবাদ মাধ্যম বিবিসি।