উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি বিনিময়, নিহত ১ - Southeast Asia Journal

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি বিনিময়, নিহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তাইফুর (১২) নামের এক কিশোর।

শনিবার (১ এপ্রিল) ভোর রাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আলম ক্যাম্প-৮-ডব্লিউ, ব্লক-ই, সাব ব্লক-এ/৪২, পঁচা বাজার এলাকার মরহুম মো: হাসিমের ছেলে এবং আহত তাইফুর ক্যাম্প-৫, ব্লক-ডি, সাব ব্লক- ডি/৫, পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও ওসি জানান।