কাপ্তাইয়ে সেনাবাহিনীর পক্ষ হতে এতিম ও অসহায়দের মানবিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রে স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয়দের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর কাপ্তাই সেনা জোন।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২ এপ্রিল) কাপ্তাই সেনা জোন কর্তৃক এতিম অসহায়দের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সহায়তা প্রদান হয়েছে।
সেনা জোন কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের আফসারের টিলা তালীমুল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মধ্যে এই ত্রাণ সহায়তা বিতরণ করেন।
কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল এর উপস্থিতিতে উল্লেখিত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জোনের পক্ষ থেকে ত্রান সহায়তা সামগ্রী হিসাবে চাল, তেল, চিনি ও ডাল বিতরন করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক এবং এতিম অসহায় ছাত্ররা উপস্থিত ছিলেন।