মহেশপুর সীমান্ত থেকে ৫ স্বর্ণের বার উদ্ধার - Southeast Asia Journal

মহেশপুর সীমান্ত থেকে ৫ স্বর্ণের বার উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মা টিলা গ্রামের রাস্তার পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, মাটিলা বিওপি এলাকায় বিজিবি’র একটি বিশেষ দল টহল দিচ্ছিলেন। সে সময় মাটিলা গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগান এলাকায় রাস্তার পাশে ওৎ পেতে থাকা অজ্ঞাত ব্যক্তির হাতে একটি লাল ব্যাগ দেখলে তাকে চ্যালেঞ্জ করার জন্য টহল দল এগিয়ে যায়।

এসময় লোকটি হাতে থাকা ব্যাগটি রাস্তায় ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সামনে ব্যাগের মধ্যে থাকা কসটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে জানান ওই কর্মকর্তা