রাঙামাটির লংগদুতে বিজিবি জোনের উদ্যোগে ইফতার বিতরণ - Southeast Asia Journal

রাঙামাটির লংগদুতে বিজিবি জোনের উদ্যোগে ইফতার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ৬ শতাধিক রোজাদার পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজনগর জোনের ক্রীয়া মাঠে গরীব অসহায় মানুষের উক্ত তৈরী ইফতার সামগ্রী বিতারণ করা হয়।

এসময় জোন অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম ও জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান উপস্থিত থেকে সাধারণ মানুষ এবং স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

এই সময় ইফতার সামগ্রী হাতে পেয়ে সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোন অধিনায়ক লে.কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন, বিজিবি সর্বদা সাধারণ মানুষ আছে এবং আগামীতেও থাকবে।