নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে নিহত ৭৪ - Southeast Asia Journal

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে নিহত ৭৪

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ার বেনুরাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। চলতি সপ্তাহেই এতজন লোককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গত ৮ এপ্রিল শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, যে অঞ্চলে এ হত্যা কাণ্ড হয়েছে সেখানে সম্প্রতি কৃষক ও পশুপালক যাযাবরদের মধ্যে ভূমির দখল নিয়ে সহিংস বিরোধ অনেক বেড়ে গেছে। খবর: আল জাজিরা

গত কয়েক বছর ধরে অঞ্চলটিতে সহিংসতা বৃদ্ধি চোখে পড়ার মতো। বেনুরাজ্যের পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন বলেন, শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার সকালে এমগবা ন স্থানীয় সরকার এলাকায় একটি শিবিরে ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছিল, তাৎক্ষণিকভাবে এর কারণ স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা এসে গুলি চালাতে শুরু করলে বেশ কয়েকজন ঘটনাস্থলে প্রাণ হারায়।

এর আগে, গত বুধবারও একই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বেনুরাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, বুধবারের হামলার পর ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, এ হত্যাকাণ্ডে শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বলেন, উমোগিদি সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত হন। হামলার শিকার এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।