কল্পনা চাকমা অপহরণের ২৩ বছর: ঢাকায় গোলটেবিল আলোচনা
![]()
নিউজ ডেস্কঃ
১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে রাঙামাটির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কথিত অপহরণের শিকার কল্পনা চাকমার অপহরণের ২৩ বছর উপলক্ষ্যে ঢাকায় এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে দুপুরে হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে উক্ত গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা কল্পনা চাকমা অপহরণের দ্রুত বিচার দাবি করেন। এছাড়া এ ঘটনায় মামলার তদন্তকাজ শেষ না হওয়া গভীর উদ্বেগ প্রকাশ ও অপহরণে সেনা কর্মকর্তা লেঃ ফেরদৌসকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় ২০১৫-১৬ সালে কল্পনা চাকমা অপহরণ মামলার প্রক্রিয়ায় যুক্ত থাকা সদস্য জ্যোতির্ময় বড়ুয়া, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, লেখক ওমর সুদূরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।