রাঙামাটির সীমান্ত সড়কে চাঁদের গাড়ি দূর্ঘটনায় নিহত ২, আহত ১ - Southeast Asia Journal

রাঙামাটির সীমান্ত সড়কে চাঁদের গাড়ি দূর্ঘটনায় নিহত ২, আহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল ১৫ এপ্রিল শনিবার বিকালে বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত উপজেলার গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার ডুলুকুল গ্রামের মিনহাজুল করিম (২০) ও চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদের মোহাম্মদ নাঈম (২৩)। আহতের নাম মোহাম্মদ শাহিন (২২)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের ইউনুছ আলীর ছেলে।

স্থানীয় ভাবে জানা গেছে, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। গবাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুজন মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহমদ জানান, সন্ধ্যা ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে তিন জনকে আনা হলে দুজনকে মৃত পাওয়া যায়। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।